Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে বিএনপির ২ নেতা আটক

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৬:৪৪

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে বিএনপির ২ নেতা আটক

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে বিএনপি ও এর অঙ্গসংগঠনের দুই নেতাকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং তরুণ দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি টিএইচ তোফা ও নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম।

বুধবার রাতে (৬ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহীনুর আলম।

তিনি বলেন, ‘টিএইচ তোফাকে রাত সাড়ে ১১টার দিকে চাঁদাবাজির মামলায় আটক করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আর এস এম আসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে পুলিশ সুপার ডেকে নিয়েছেন।’

এস এম আসলামের বাসা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড এলাকায়।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চাঁদাবাজি গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর