Logo

সারাদেশ

বাউফলে মাদ্রাসার অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৬:৫৪

বাউফলে মাদ্রাসার অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফলের পোনাহুড়া ইসলামিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সাহাবুদ্দিন আল মামুনের অপসারণ এবং গভর্নিং বডি বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) সকালে কালিশুরী ইউনিয়নের মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করেন অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুল বারী।

বক্তারা অভিযোগ করেন, ঘুষ দিয়ে দায়িত্ব নেওয়ার পর অধ্যক্ষ সাহাবুদ্দিন মাদ্রাসাকে ‘দুর্নীতির আখড়ায়’ পরিণত করেছেন। গোপনে ও অনিয়মতান্ত্রিকভাবে গভর্নিং বডি গঠন এবং শিক্ষা-ব্যবস্থায় নানা অনিয়মের অভিযোগও তোলেন তারা।

গভর্নিং বডির সাবেক সহ-সভাপতি ফোরকান মোল্লা বলেন, ‘একসময় এই মাদ্রাসা শিক্ষার মানে ছিল শীর্ষে। এখন তা অবনতির দিকে।’

দাতা সদস্য আসলামুর রহমান বলেন, ‘ছাত্রদের কাছ থেকে অবৈধ টাকা আদায়, ক্লাস না হওয়া, এবং ফলাফলের অবনতি—সবই অধ্যক্ষের ব্যর্থতার প্রমাণ।’

সভাপতির বক্তব্যে মাওলানা আবদুল বারী বলেন, ‘এই অধ্যক্ষের আমলে আলিম কেন্দ্র বন্ধ হয়েছে, ফলাফলে ব্যর্থতা এসেছে। আমরা তার পদত্যাগ ও কমিটি বাতিলের দাবি জানাই।’

অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ সাহাবুদ্দিন বলেন, ‘আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে। অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।’

আরিফুল ইসলাম সাগর/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর