দৌলতপুরে অস্ত্রের ভয় দেখিয়ে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন চলছে

আকরামুজ্জামান আরিফ, কুষ্টিয়া
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৭:১২
-68948a337adcd.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়ার দৌলতপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সন্ত্রাসীদের পাহারায় পদ্মা নদী থেকে প্রকাশ্যে বালু উত্তোলন চলছে। এতে ভাঙনে ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছেন স্থানীয়রা। ঝুঁকিতে পড়েছে ফিলিপনগর-মরিচা বাঁধ।
উপজেলার মরিচা ইউনিয়নের চৌদ্দহাজার মৌজায় প্রতিদিন ড্রেজার ও বলগেট দিয়ে বালু উত্তোলন করছে একটি চক্র। স্থানীয়রা বলছেন, প্রতিবাদ করলেই সন্ত্রাসীদের হুমকি, এমনকি গুলির মুখে পড়তে হয়।
কোলদিয়াড় গ্রামের বাসিন্দা আতর আলী ফরাজী জানান, ‘প্রতিদিন ৫০-৬০টা বলগেট বালু নিয়ে চলে যায়। আমরা পদ্মার একেবারে ধারে চলে এসেছি। প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি।’
জানা গেছে, রাজশাহীর বাঘা উপজেলার মেসার্স সরকার ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান তাদের ইজারা ছাড়িয়ে দৌলতপুর অংশে বালু তুলছে। প্রতিষ্ঠানটির মালিক এস এম একলাস আহমেদ বলেন, ‘আমাদের ইজারা রাজশাহীতে সীমাবদ্ধ। দৌলতপুরে কেউ উত্তোলন করলে তা বেআইনি।’
গত ১১ জুলাই ভেড়ামারার ফয়জুল্লাপুর ঘাটে সন্ত্রাসীদের গুলিতে একজন গুলিবিদ্ধ হন। মামলা হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ বলেন, ‘ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী জানান, ‘বালু উত্তোলনের বিষয়ে আমরা অবগত। অভিযান চালিয়েও কাউকে ধরা যায়নি। বাঘা উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে।’
এআরএস