নড়াইল সদর উপজেলার সমবায় কর্মকর্তা মো. তৌহিদুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১২টায় ওই কর্মকর্তার অপসারণের দাবিতে ইজিবাইক শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। এঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা ইজিবাইক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. ইসমাইল সিকদার।
মানববন্ধন ও অভিযোগ সূত্রে জানা যায়, তৌহিদুর রহমান দীর্ঘদিন ধরে সমিতির কার্যক্রম বন্ধ রেখে ইজিবাইক শ্রমিকদের হয়রানি করছেন। এর ফলে শ্রমিকরা সড়কে আইন অমান্য করে ঝামেলা সৃষ্টি করছেন। অভিযোগে বলা হয়, কর্মকর্তা সমিতির রেজিস্ট্রেশন বাতিলের ভয় দেখিয়ে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। প্রথমে নগদ টাকা প্রদান করলেও কার্যক্রম বন্ধ রাখা হয়। পরে জেলা রেজিস্ট্রেশন দেওয়ার নামে আরো এক লাখ টাকা দাবিও করেন তিনি।
অভিযোগের জবাবে উপজেলা সমবায় কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, ‘আমি কারো কাছ থেকে ঘুষ নেইনি। কমিটি গঠনের জন্য তাদের কাছে সদস্যদের নাম ও ভোটার কার্ড চেয়েছি।
জেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। উপজেলা কর্মকর্তাকে বিধি মোতাবেক কমিটি দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
এআরএস