কিশোরগঞ্জে এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৭:২৯
-68948e0482cfa.jpg)
ছবি : বাংলাদেশের খবর
এসএসসি ও সমমানের পরীক্ষায় এ প্লাস পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে তিন শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।
আয়োজনে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, ‘আজকের মেধাবীরা আগামী দিনে সোনার বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। নৈতিকতা ও আদর্শকে ধারণ করে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।’
জেলা সভাপতি হাসান আল মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারি ফকির মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সাবেক নায়েবে আমির মুসাদ্দেক ভূঁইয়া এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন।
অনুষ্ঠানে অংশ নেন ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অভিভাবক ও শিক্ষার্থীরা। সংবর্ধিত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে ভবিষ্যতের স্বপ্ন ও প্রত্যাশার কথা জানান। তারা বাবা-মা, শিক্ষক ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজনে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও দলীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।
আব্দুর রউফ ভুঁইয়া/এআরএস