Logo

সারাদেশ

শ্রীপুরে রাতে ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, সকালে স্বামীর ৩ বাড়িতে আগুন

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৭:৪৩

শ্রীপুরে রাতে ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, সকালে স্বামীর ৩ বাড়িতে আগুন

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে সুইটি আক্তার নিশি (২১) নামে এক গৃহবধূকে ‘নির্যাতন করে হত্যা’ করার অভিযোগ উঠেছে তার স্বামী নুরুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, গৃহবধূর গোপনাঙ্গে রড ঢুকিয়ে নির্যাতনের পর পিটিয়ে হত্যা করা হয়।

বুধবার (৬ আগস্ট) রাত ১২টার দিকে বরমী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই স্বামী নুরুল ইসলাম পলাতক।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে উত্তেজিত স্থানীয়রা অভিযুক্তের দুটি বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে ১৬টি কক্ষ পুড়ে যায়।

নিহত নিশি ময়মনসিংহের পাগলা থানার চাকুয়া গ্রামের আফসারুল ইসলামের মেয়ে। দেড় বছর আগে তার বিয়ে হয় শ্রীপুরের বরমী মধ্যপাড়ার নুরুল ইসলামের সঙ্গে। তাদের ৪ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বিয়ের পর থেকেই নিশিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তার স্বামী। সম্প্রতি নুরুলের মাদক ব্যবসা নিয়ে প্রতিবাদ করলে নির্যাতনের মাত্রা বেড়ে যায়।

নিহতের খালা আকলিমা খাতুন বলেন, ‘বিয়ের পর থেকেই সুইটির ওপর নির্যাতন চলছিল। বুধবার রাতে তাকে রড ঢুকিয়ে নির্যাতনের পর পিটিয়ে হত্যা করা হয়।’

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, ‘বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে দুটি বাড়ির ১৬টি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে।’

বরমী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রতন মিয়া বলেন, ‘নুরুল ইসলাম মাদক ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। স্ত্রী হত্যার অভিযোগ ওঠার পর তার বাড়িতে অগ্নিসংযোগ করে ক্ষুব্ধ জনতা।’

আতাউর রহমান সোহেল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর