Logo

সারাদেশ

তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৮:০৯

তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা

ছবি : বাংলাদেশের খবর

‘মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন’—এই প্রতিপাদ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুপুরে উপজেলার তিরনইহাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হেল্প সোসাইটি’র আয়োজনে এ সভার আয়োজন করা হয়।

তিরনইহাট ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত কর্মী মাহমুদুল ইসলাম মামুন, তেঁতুলিয়া মডেল থানার সাব ইন্সপেক্টর কমলেশ, শিক্ষক হুমায়ুন কবির, সমাজসেবক তুষার হোসাইন, ইউপি সদস্য জাহাঙ্গীর, ইউনিয়ন বিএনপির সভাপতি আমানুল্লাহ আমান এবং হেল্প সোসাইটির সভাপতি শাকিল আহমেদ।

সভায় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ৫০ সদস্যের মাদকবিরোধী কমিটি গঠনের ঘোষণা দেন।

তিনি বলেন, ‘মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ইউনিয়নে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।’

এ ছাড়া, যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ফকিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ‘চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ আয়োজনেরও ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠান শেষে পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম মামুনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে হেল্প সোসাইটি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এলাকার গুণীজনদের সম্মাননা জানানোসহ মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এসকে দোয়েল/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর