Logo

সারাদেশ

কুয়াকাটায় সাগরে ডুবে মাগুরার কিশোরের মৃত্যু

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৮:৩৫

কুয়াকাটায় সাগরে ডুবে মাগুরার কিশোরের মৃত্যু

ছবি : সংগৃহীত

কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে ডুবে মারা গেছে মাগুরার এক কিশোর। নিহত কিশোরের নাম মিয়া সামাদ সিদ্দিকী পারভেজ (১৭)। সে মাগুরা সদর উপজেলার হাজিপুর পশ্চিবাড়ীয়ালা গ্রামের আলীউল ইসলামের ছেলে।

বুধবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় গোসলে নামলে ঢেউয়ের তোড়ে নিখোঁজ হয় পারভেজ। পরে ফায়ার সার্ভিসের একটি দল প্রায় সাড়ে তিন ঘণ্টার অভিযানে দুপুর আড়াইটার দিকে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মঙ্গলবার মাগুরা থেকে সাতজন বন্ধু মিলে কুয়াকাটায় বেড়াতে যান পারভেজ। বুধবার সকালে গোসলে নামার সময় তার সঙ্গী ছিলেন সেলিম রেজা।

তাছিন জামান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর