Logo

সারাদেশ

কমিটিতে ‘আওয়ামী লীগার’, কালিয়াকৈরে বিএনপি অফিসে দুধ ঢেলে প্রতিবাদ

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৯:৩০

কমিটিতে ‘আওয়ামী লীগার’, কালিয়াকৈরে বিএনপি অফিসে দুধ ঢেলে প্রতিবাদ

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপি কার্যালয় দুধ ও ফুল ছিটিয়ে প্রতীকীভাবে ‘পরিষ্কার’ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

বুধবার (৬ আগস্ট) তারা এই কর্মসূচির মাধ্যমে সদ্য ঘোষিত কমিটির বিরুদ্ধে প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, ‘আওয়ামী লীগের লোকজনকে’ বিএনপির কমিটিতে স্থান দেওয়া হয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, গত ১৬ বছর ধরে দলের জন্য কাজ করা ত্যাগীরা বঞ্চিত হয়েছেন। নতুন কমিটিতে স্থান পেয়েছেন এমন অনেকে, যাদের অতীতে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা ছিল বলে দাবি তাদের।

এক নেতা বলেন, ‘আমরা বুকের রক্ত দিয়ে বিএনপি করেছি। আজ সেই অফিসে আওয়ামী লীগারদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। তাই আমরা দুধ দিয়ে অফিস পবিত্র করেছি।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর