Logo

সারাদেশ

কুয়াকাটা সৈকতে ভেসে এল মাছ ধরার ট্রলার-জেলের লাশ

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৯:৩৬

কুয়াকাটা সৈকতে ভেসে এল মাছ ধরার ট্রলার-জেলের লাশ

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে একটি মাছ ধরার ট্রলার ও ইদ্রিস (৫০) নামে এক জেলের মরদেহ ভেসে এসেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সৈকতের ডিসি পার্ক সংলগ্ন সাগরে স্থানীয়রা ভাসমান অবস্থায় ট্রলার ও লাশটি দেখতে পেয়ে নৌ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত ইদ্রিস পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মধুখালী এলাকার বাসিন্দা। তার পরনে লাল গেঞ্জি ও কালো প্যান্ট থাকায় ভাতিজা সাগর মরদেহ শনাক্ত করেন।

ভাতিজা সাগর জানান, ২৬ জুলাই যে ট্রলারটি ডুবে যায়, তিনি সেদিন চাচা ইদ্রিসের সঙ্গেই ছিলেন। দুর্ঘটনার সময় চাচার পরনে ছিল লাল গেঞ্জি ও কালো প্যান্ট। ঘটনার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

ট্রলারটি ২৬ জুলাই সকাল ১০টার দিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের শেষ বয়া থেকে ৭৫ কিলোমিটার গভীরে ডুবে যায়। মহিপুর থেকে যাত্রা করা ট্রলারটিতে ১৫ জেলে ছিলেন। দুর্ঘটনার চারদিন পর ৯ জন জীবিত উদ্ধার হন। নিখোঁজ ছয়জনের মধ্যে এর আগে এক জেলের লাশ উদ্ধার হয়। এখনও চারজন নিখোঁজ রয়েছেন।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ‘স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সাগর থেকে মরদেহ ও ট্রলারটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জাকারিয়া জাহিদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর