নান্দাইলে পোশাক শ্রমিক ধর্ষণের মামলায় তিন আসামি গ্রেপ্তার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৯:৩৮
-6894ac6cdffc8.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নান্দাইলে ১৬ বছর বয়সী এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গত ৬ আগস্ট রাতে কুমিল্লা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ময়মনসিংহে র্যাব-১৪ এর দপ্তরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাঙ্গাইল ইউনিয়নের শাকিল মিয়া (২৩), মমিন উদ্দিন (২৩) ও জাহাঙ্গীর আলম (২৪)। তাদের নান্দাইল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার প্রধান আসামি মামুন মিয়া (২৩) এখনও পলাতক রয়েছে।
র্যাব-১৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নয়মুল হাসান জানান, ১৮ জুলাই রাতে ওই কিশোরীকে একটি নির্জন স্থানে নিয়ে অভিযুক্ত চারজন দলবদ্ধভাবে ধর্ষণ করে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ২২ জুলাই নান্দাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। প্রযুক্তির সহায়তায় তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
এআরএস