Logo

সারাদেশ

কুলাউড়ার চাতলাপুর-বটুলি স্থলবন্দর ঘুরে দেখলেন ভারতীয় হাইকমিশনার

Icon

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৯:৪৪

কুলাউড়ার চাতলাপুর-বটুলি স্থলবন্দর ঘুরে দেখলেন ভারতীয় হাইকমিশনার

ছবি : বাংলাদেশের খবর

মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর ও জুড়ীর বটুলি স্থল শুল্ক স্টেশন পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার শ্রী চন্দর শেখর।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় স্থানীয় ব্যবসায়ী সংগঠন। এরপর তিনি চেকপোস্ট ও অভিবাসন কেন্দ্র ঘুরে দেখেন এবং সুবিধা-অসুবিধা পর্যবেক্ষণ করেন। যাত্রীসেবা উন্নত করার লক্ষ্যে সংশ্লিষ্টদের দিকনির্দেশনাও দেন।

পরে তিনি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় ব্যবসায়ীরা ভারতের ব্যবসা ভিসা সহজীকরণের দাবি জানান। ডেপুটি হাইকমিশনার ধৈর্য্য সহকারে তাদের কথা শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।

পরিদর্শনকালে কুলাউড়া থানার ওসি ওমর ফারুক, চাতলাপুর শুল্ক কর্মকর্তা তারিফ মিয়া, ব্যবসায়ী নেতা মুর্শেদুর রহমান সেজু, সলিল শেখর দত্ত, কাজী বদরুল ইসলাম, সাইফুর রহমান রিমন, ফখরু উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে তিনি জুড়ী উপজেলার বটুলি স্থল শুল্ক স্টেশনও ঘুরে দেখেন। সীমান্ত নিরাপত্তা, সেবার মান এবং দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নই এই সফরের মূল উদ্দেশ্য বলে জানা গেছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর