ঝিনাইদহে স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৯:৫৩
-6894afc30cecf.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ঝিনাইদহ সদর উপজেলার ইসলামপুর হরিপুর কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটি গঠন নিয়ে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) সকালে বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জামায়াত সমর্থিত জহুরুল ইসলাম সম্প্রতি ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হন। এ নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতের মধ্যে বিরোধ তৈরি হয়। বৃহস্পতিবার কমিটির সভা চলাকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।
আহতদের মধ্যে বিএনপির ছয়জন এবং জামায়াতের নয়জন রয়েছেন। পরে দুপুরে সদর হাসপাতালের জরুরি বিভাগে উভয় পক্ষ আবারও মারামারিতে জড়ালে সেবা গ্রহীতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।
বিএনপি ও জামায়াত নেতারা পরস্পরকে দোষারোপ করেছেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহুরুল ইসলাম বলেন, ‘আমাদেরকে স্কুলে ঢুকতে দেয়া হয় না। আজ মিটিং ছিল, সেই উপলক্ষে স্কুলে গেলে বিএনপি নেতারা উসকানি ছাড়া আমাদের ওপর হামলা চালায়।’
অন্যদিকে, মহারাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহাজান আলী বিশ্বাস দাবি করেন, ‘বর্তমান প্রধান শিক্ষক কৌশলে একটি পকেট কমিটি করেছেন। ডিসি অফিস থেকে তা বাতিলের নির্দেশ দেয়া হলেও তারা জোরপূর্বক মিটিং করতে যান। আমরা গেলে তারা প্রথমে হামলা চালায়।’
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘চার মাস আগে কমিটি নিয়ে বিরোধের সূত্রপাত। বৃহস্পতিবারও একই ইস্যুতে সংঘর্ষ হয়। এখনও কোনো পক্ষ মামলা করেনি, মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
এম বুরহান উদ্দীন/এআরএস