‘প্রেমিকাকে’ পিস্তল চালানো শেখাচ্ছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, ভিডিও ভাইরাল

আতাউর রহমান সোহেল, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ২০:১৭

ছবি : সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ‘প্রেমিকার সঙ্গে’ রেস্টুরেন্টে বসে অবৈধ আগ্নেয়াস্ত্র হাতে ‘আনন্দ ফুর্তি’ ও পিস্তল চালানো শেখানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ‘প্রেমিকা’ পিস্তল হাতে নিয়ে নানা রকম ভঙ্গিতে তাক করছেন এবং তাকে ঘিরে অন্যরা উৎসাহ দিচ্ছেন।
তাদের কথাবার্তায় উঠে আসে—‘ আমার ভাবি গ্যাংস্টার, লেডি কিলার’, ‘ডনের বউ’, ‘ভাবির ভিডিও করি’ ইত্যাদি মন্তব্য।
জানা যায়, ভিডিওতে দেখা যাওয়া যুবক হলেন সাজ্জাদ হোসেন আলিফ মোড়ল। তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আজাহার উদ্দিনের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় নেতা ছিলেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
ভিডিওটি ৭ আগস্ট বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে; এটি ১ মিনিট ৩১ সেকেন্ড দীর্ঘ।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘অভিযুক্ত যুবক ইতোমধ্যে চাঁদাবাজির মামলায় কারাগারে আছেন। ভিডিওটি পুরনো বলে মনে হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
এআরএস