শাহরাস্তিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ২০:২৫
-6894b75c8b124.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুরের শাহরাস্তিতে ‘জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় একত্রিত হন। সেখান থেকে মূল র্যালিটি শুরু হয়ে উপজেলা সদর সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার কামাল উদ্দিন।
তিনি বলেন, “জুলাই আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে একটি প্রতিরোধ। নেতা তারেক রহমান বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। যারা অতীতে স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছে, তাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেন কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।”
তিনি আরও বলেন, ‘আগামী দিনে বিএনপির নেতৃত্বে একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলা হবে।’ বক্তব্যের শেষাংশে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার দোয়া চান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী।
এছাড়া বক্তব্য দেন, সহসভাপতি মনিরুজ্জামান, সেলিম পাটোয়ারী, সৈয়দ আহমেদ দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ সোহেল, আবু তাহের, ছাত্রদলের সাবেক নেতা আমান উল্লাহ বাচ্চু, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক আমির হোসেন, শ্রমিক দলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর শ্রমিক দলের তৈয়ব আলী এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল ও শাহাদাত হোসেন।
আবু মুছা আল শিহাব/এআরএস