বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ কারাগারে

বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ২০:২৯
-6894b85678f62.jpg)
ছবি : সংগৃহীত
চাঁদাবাজির মামলায় বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম সাজ্জাদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৭ আগস্ট) তিনি বরিশালের একটি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সাজ্জাদ বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহে আলমের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের আগস্টের পর থেকে ব্যবসায়ী মামুন হাওলাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন সাজ্জাদ। ২৫ ডিসেম্বর সন্ধ্যায় তিনি সঙ্গীদের নিয়ে তালতলী বাজারে গিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মামুনের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর করেন এবং তাকে মারধর করেন।
এই ঘটনায় ১ জানুয়ারি মামুন আদালতে নালিশি মামলা দায়ের করেন। আদালত তদন্তের নির্দেশ দিলে কাউনিয়া থানার এসআই হাবিবুর রহমান প্রতিবেদন দাখিল করেন।
বৃহস্পতিবার মামলার অন্যান্য আসামিদের সঙ্গে সাজ্জাদও আদালতে হাজির হয়ে জামিন চান। বিচারক ছয়জনকে জামিন দিলেও সাজ্জাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এআরএস