কাপ্তাই হ্রদের পানিতে ডুবল মহালছড়ি, দুর্ভোগে দুই শতাধিক পরিবার
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ২০:৩৪
ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় কাপ্তাই হ্রদের পানি বেড়ে সিলেটি পাড়া, চট্টগ্রাম পাড়া, ব্রিজ পাড়া, কেয়াংঘরসহ আশপাশের এলাকাগুলো প্লাবিত হয়েছে। গত এক সপ্তাহ ধরে এসব এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
ঘরে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে রয়েছেন স্থানীয়রা। প্লাবনে মুবাছড়ি ইউনিয়নের সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অনেকে নৌকায় যাতায়াত করছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
সিলেটি পাড়ার বাসিন্দা মোহাম্মদ লালন জানান, ‘চার দিন আগে ঘরে পানি উঠেছে, এখনো পানি বাড়ছে। উজান থেকে ঢল নামায় দুর্ভোগ বেড়েছে।’

চট্টগ্রাম পাড়ার বাসিন্দা হোসেন আলী বলেন, ‘কাপ্তাই লেকের পানি বাড়ায় আমাদের পাড়ার ঘরবাড়ি প্লাবিত হয়েছে। উঠান পর্যন্ত পানি এসেছে, আতঙ্কে আছি।’
মুবাছড়ি ইউনিয়নের বাসিন্দা রত্ন উজ্জ্বল চাকমা বলেন, ‘প্রতিবছর পানি আসে, এবার পুরো সড়ক ডুবে গেছে। নৌকা ছাড়া যাতায়াতের উপায় নেই।’
কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের মহালছড়ি উপকেন্দ্র প্রধান নাসরুল্লাহ আহমেদ বলেন, ‘পানি বাড়ায় ১ আগস্ট থেকে ল্যান্ডিং স্টেশন ডুবে গেছে। আরও একফুট পানি বাড়লে আমাদের অফিসও ডুবে যাবে।’
মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান জানান, ‘ব্রীজ পাড়া, কাপ্তাই পাড়া, সিলেটি পাড়া ও চট্টগ্রাম পাড়ার অন্তত ২০০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তাদের শুকনো খাবার দেওয়া হয়েছে। মহালছড়ি দাখিল মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে ১২টি পরিবারের ৩৪ জন আশ্রয় নিয়েছেন, যাদের রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে।’
ছোটন বিশ্বাস/এআরএস

