শ্যামনগরে সেনা অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৩

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ২০:৩৭
-6894ba3b898b8.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সাতক্ষীরার শ্যামনগরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার ভেটখালী বাজারের একটি চায়ের দোকানে এ অভিযান চালায় কালিগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যরা।
আটকরা হলেন—কালিঞ্চী গ্রামের আবু দাউদ গাজীর ছেলে রবিউল ইসলাম (৪৫), তারানীপুর গ্রামের আ. সবুর শেখের ছেলে আলমগীর হোসেন বাবু (৩৬) এবং গোলাখালী গ্রামের মৃত সিয়াদ উদ্দীন মোল্যার ছেলে জামিরুল ইসলাম জামু (৫৫)।
অভিযানে একটি একনলা বন্দুক, ১৪ রাউন্ড শর্টগানের গুলি, তিনটি বাটন ফোন ও তিনটি স্মার্টফোন জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের আটক করে এবং পরে জব্দকৃত মালামালসহ কালিগঞ্জ ক্যাম্পে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (৭ আগস্ট) বিকেলে তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির মোল্যা জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মানবপাচারসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এআরএস