Logo

সারাদেশ

বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ২০:৪০

বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা

ছবি : বাংলাদেশের খবর

এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে শহরের টিটু মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর শিবিরের সভাপতি হাবিবুল্লাহ খন্দকার এবং সঞ্চালনা করেন সেক্রেটারি শফিকুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুনার রশিদ, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক রিয়াজুল ইসলাম এবং সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থী নীপা রানী সরকার বলেন, ‘আজকের আলোচনা অনুপ্রেরণামূলক। এগুলো কাজে লাগাতে পারলে জীবনে সফলতা আসবে।’
শিবগঞ্জ থেকে আসা আব্দুর রউফ বলেন, ‘এই প্রেরণা হৃদয়ে ধারণ করে আমি চিকিৎসক হয়ে দেশের সেবা করতে চাই।’

প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান আজাদ বলেন, ‘সৎ, আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক গড়তে মেধাবীদের সম্মান জানানো জরুরি। নেতৃত্বে যদি আদর্শবান মানুষ আসে, তবেই উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’

জুয়েল হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রশিবির

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর