Logo

সারাদেশ

দর্শনা সীমান্তে ২১টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ২১:০১

দর্শনা সীমান্তে ২১টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

ছবি : বাংলাদেশের খবর

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ২১টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুপুরে দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের কাছে স্বর্ণ চোরাচালানের তথ্য পৌঁছালে সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে একটি দল সেখানে অভিযানে যায়।

দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে দুজন সন্দেহভাজনকে দেখে টহল দল থামার নির্দেশ দেয়। এক ব্যক্তি পালিয়ে গেলেও জীবননগরের গয়েশপুর গ্রামের আবদিন মিয়া পুকুরে ঝাঁপ দেন এবং একটি প্যাকেট পানিতে ছুঁড়ে ফেলেন।

পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে এবং পুকুর থেকে ছুঁড়ে ফেলা প্যাকেটসহ তার শরীরে স্কচটেপে মোড়ানো আরও একটি প্যাকেট উদ্ধার করেন। দুটি প্যাকেট থেকে মোট ২১টি স্বর্ণবার পাওয়া যায়, যার ওজন ২ কেজি ৪৪৯ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৬০ লাখ টাকা।

আবদিনের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও ২০২ টাকা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা হয়েছে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ফেরদৌস ওয়াহিদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর