ওকলাহোমা প্রবাসী রাসেল হোসাইনের মানবিক সহায়তায় বাঁচছে জীবন

মেহেদী হাসান তানিম, নাটোর
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ২১:০৯
-6894c1987bf9b.jpg)
ছবি : সংগৃহীত
ওকলাহোমা প্রবাসী নাটোরের রাসেল হোসাইন শুধু নিজের পরিবারের জন্যই নয়, মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের এই সন্তান প্রায় এক যুগ ধরে যুক্তরাষ্ট্রে থাকলেও দেশের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন নিরবচ্ছিন্নভাবে।
নিজ এলাকার চাঁচকৈড় বাজারে দুটি শপিংমল গড়ে তুলে তিনি কর্মসংস্থান তৈরি করেছেন অন্তত ৫০ জন বেকার যুবকের। পাশাপাশি, গত কয়েক বছরে চিকিৎসা ও শিক্ষার জন্য তিনি আর্থিক সহায়তা দিয়েছেন প্রায় পাঁচ শতাধিক মানুষকে।
সম্প্রতি গুরুদাসপুর পৌর এলাকার ক্যান্সার আক্রান্ত রঞ্জনা রানীর চিকিৎসায় তিনি দিয়েছেন নগদ ৬ লাখ টাকা। বিধবা সুকজান বেওয়া ও আমেনা বেগমের চিকিৎসায় দিয়েছেন আরও ১ লাখ টাকা। দুর্ঘটনায় গুরুতর আহত কৃষক বুদ্দু মিয়ার চিকিৎসার পুরো খরচও বহন করেছেন তিনি।
এ ছাড়া চুরি হওয়া ব্যাটারিচালিত ভ্যানের কারণে বিপদে পড়া সাগর হোসেনকে উপহার দিয়েছেন একটি নতুন ভ্যান। তার এই সহায়তায় আবার ঘুরে দাঁড়াতে পেরেছে পরিবারটি।
প্রাপ্ত সহায়তায় কৃতজ্ঞতা জানিয়ে রঞ্জনা রানি বলেন, ‘মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি রাসেল ভাইয়ের কারণে।’
বুদ্দু মিয়া বলেন, ‘চিকিৎসা করাতে পারছিলাম না। রাসেল ভাই পাশে না দাঁড়ালে হয়তো পা কেটে ফেলতেই হতো।’
সাগর হোসেন বলেন, ‘রাসেল ভাই না থাকলে আজ আমি পথে বসতাম।’
স্থানীয় ব্যবসায়ী জামান সরকার বলেন, ‘রেমিট্যান্সের অর্থ শুধু অর্থনীতি নয়, সমাজও বদলে দিতে পারে। রাসেল হোসাইন তার প্রমাণ।’
রাসেল হোসাইন বলেন, ‘দেশের প্রতি ভালোবাসা আমার রক্তে মিশে আছে। যতদিন বাঁচব, মানুষের পাশে থাকব।’
এআরএস