-6894c27d3731a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ‘সবুজ বাংলা সমাজকল্যাণ সোসাইটি’ নামে একটি স্থানীয় সামাজিক সংগঠন।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) বিকেল ৪টায় ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বটতলা বাজার এলাকায় এ কর্মসূচি হয়।
মানববন্ধনে সংগঠনের সদস্যসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। তাদের হাতে ছিল ‘সেতু নয়, ভোলা বাঁচবে না’, ‘ভোলা-বরিশাল সেতু চাই এখনই’, ‘ভোলার উন্নয়নের চাবিকাঠি—ভোলা-বরিশাল সেতু’– এমন নানা লেখা প্ল্যাকার্ড ও ব্যানার।
সংগঠনের সভাপতি মো. আলামিন খানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মো. আলামিন বেপারি।
এছাড়া ইসমাইল মাতাব্বর, বাবুল সরদার, আজিম উদ্দিন ছাইফি, মো. রাহিম ইসলাম, মেহেদি হাসান, শরিফ প্রমুখ বক্তৃতা করেন।
তারা বলেন, ‘ভোলা সম্ভাবনাময় একটি জেলা হলেও বরিশালের সঙ্গে সড়ক যোগাযোগ না থাকায় উন্নয়ন থমকে আছে। সেতু হলে শুধু ভোলা নয়, গোটা দক্ষিণাঞ্চলের অর্থনীতি গতিশীল হবে।’
দীর্ঘদিন ধরে এই দাবির কোনো অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা অবিলম্বে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানান।
কর্মসূচি থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবে সংগঠনটি।
আদিল/এআরএস