Logo

সারাদেশ

বীরগঞ্জে গুদাম থেকে ৫৩৩ বস্তা ওএমএস চাল জব্দ

Icon

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ২১:১৫

বীরগঞ্জে গুদাম থেকে ৫৩৩ বস্তা ওএমএস চাল জব্দ

ছবি : বাংলাদেশের খবর

দিনাজপুরের বীরগঞ্জে একটি বেসরকারি গুদাম থেকে ৫৩৩ বস্তা ওএমএস (খোলাবাজারে বিক্রির জন্য বরাদ্দকৃত) চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে গোয়েন্দা সংস্থার সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ বাজারে এ অভিযান চালানো হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদা আক্তার বানু জানান, গোপন তথ্য পেয়ে মোমো ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ওএমএস চাল প্যাকেটিং করতে দেখা যায়। সঙ্গে সঙ্গে চাল জব্দ করা হয় এবং প্রাথমিক তদন্ত শুরু হয়।

তদন্তে জানা গেছে, আনসার বাহিনীর নামে ডিও কেটে টাঙ্গাইলের নিলয় ট্রেডার্স থেকে এসব চাল বীরগঞ্জে পাঠানো হয়। পরে অবৈধভাবে গুদামজাত করে বাজারে বেশি দামে বিক্রির প্রস্তুতি চলছিল বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রদীপ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর