ভূঞাপুরে ভাইরাল জ্বরে আক্রান্ত শত শত মানুষ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ২১:২৬
-6894c58d64cc1.jpg)
ছবি : বাংলাদেশের খবর
টাঙ্গাইলের ভূঞাপুরে ভাইরাল জ্বর ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন শতকরা ৩০ থেকে ৪০ ভাগ রোগী এসব উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, শত শত মানুষ ভাইরাল জ্বর, হাঁচি-কাশি ও শরীর ব্যথা নিয়ে চিকিৎসা নিচ্ছেন।
শিয়ালকোল গ্রামের ৭০ বছর বয়সী আকামত তালুকদার জানান, তার পরিবারের চারজন সদস্য এই জ্বরে আক্রান্ত।
রুহুলী গ্রামের নুপুর নামের এক নারী বলেন, ‘তিন দিন ধরে ওষুধ খাচ্ছি, কিন্তু জ্বর কমছে না।’
একইভাবে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ শিশু ও বৃদ্ধদের মধ্যে আক্রান্তের হার বেশি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোবহান বলেন, ‘এটি ভাইরাল ফিভার, আতঙ্কের কিছু নেই। সাধারণত দুই থেকে সাত দিনের মধ্যে রোগ সেরে যায়। আক্রান্তদের প্রোটিনসমৃদ্ধ খাবার ও লেবু জাতীয় ফল খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’
এআরএস