-6895666b9e883.jpg)
মৌলভীবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহ ফয়েজুল রহমান রুবেল (৪২) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে শহরের শমশেরনগর সড়কের সদাইপাতি মার্কেটের নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘এফ রহমান ট্রেডিং’-এ এ ঘটনা ঘটে।
নিহত রুবেল কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মৌলভীবাজার শহরে ব্যবসা করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর দোকানে একা ছিলেন রুবেল। হঠাৎ ৩-৪ জন দুর্বৃত্ত দোকানে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকার শুনে আশপাশের সিএনজি চালক ও ব্যবসায়ীরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত ১০টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।
নিহতের শ্যালক ইমন তরফদার জানান, রুবেলের সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ছিল। ব্যক্তিগত শত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে, খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’
এদিকে হত্যাকাণ্ডের পর থেকে সদাইপাতি মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। মার্কেটের সভাপতি ও ব্যবসায়ী নেতারা হত্যার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এমএইচএস