Logo

সারাদেশ

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, পানিবন্দি ৬ গ্রামের দুই শতাধিক পরিবার

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১০:৫১

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, পানিবন্দি ৬ গ্রামের দুই শতাধিক পরিবার

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিলেটি পাড়া, চট্টগ্রাম পাড়া, ব্রিজ পাড়া, কেয়াং ঘরসহ ছয় গ্রামের দুই শতাধিক পরিবারের ঘরবাড়ি প্লাবিত হয়েছে। গত এক সপ্তাহ ধরে হ্রদের পানি বাড়ার কারণে ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যা জনজীবনে ব্যাপক অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে।

পানির উচ্চতা বাড়ার ফলে মুবাছড়ি ইউনিয়নের সঙ্গে মহালছড়ি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় এলাকাবাসী নৌকা ব্যবহার করে চলাচল করছে। সড়ক ডু্বে যাওয়ায় যাতায়াত কঠিন হয়ে পড়েছে। ফলে স্থানীয়রা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। 

বিশেষ করে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। ভ্রমণে অসুবিধার কারণে পরীক্ষার্থীসহ এলাকাবাসীর জীবনযাত্রায় ব্যাঘাত ঘটেছে। 

কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র মহালছড়ি উপকেন্দ্রের প্রধান মো. নাসরুল্লাহ আহমেদ জানান, লেকের পানি বাড়ার কারণে গত ১ আগস্ট ল্যান্ডিং স্টেশন ডুবে গেছে। আর এক ফুট পানি বাড়লে অফিসও ডুবে যাবে।

স্থানীয়দের দাবি, দ্রুত পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারের পক্ষ থেকে জরুরি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু রায়হান বলেন, ‘পানিবন্দি পরিবারগুলোকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া, আশ্রয়কেন্দ্রে থাকা ১২টি পরিবারকে রান্না খাবার সরবরাহ করা হচ্ছে।’

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বন্যা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর