-689584cecb18e.jpg)
রাস্তার ওপর পরিত্যক্ত অবস্থায় ট্রাভেল ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় ট্রাভেল ব্যাগের ভিতর থেকে অজ্ঞাত পুরুষের খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) সকালে টঙ্গী স্টেশন রোড এলাকায় হাজীর বিরিয়ানি দোকানের সামনে রাস্তার ওপর পরিত্যক্ত অবস্থায় ট্রাভেল ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুলে ওই ব্যক্তির খণ্ডিত মরদেহ পায়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম জানিয়েছেন, মরদেহসহ ট্রাভেল ব্যাগটি গত রাতের শেষ দিকে স্টেশন রোড এলাকায় ফেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় নিরূপণের জন্য তদন্ত চলছে। এছাড়া ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।
ওসি ফরিদুল ইসলাম আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্তকরণ ও গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএইচএস