কালিয়াকৈরে গার্মেন্টসকর্মীকে হাত-পা বেঁধে ছিনতাই, আটক ২

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১৫:০৫

গাজীপুরের কালিয়াকৈরে গার্মেন্টসকর্মীকে হাত-পা বেঁধে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) জোবায়ের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চন্দ্রা এলাকা থেকে সিরাজগঞ্জগামী একটি সিলভার রঙের প্রাইভেটকারে (ঢাকা মেট্রো গ-১৯-৯১৯২) জোরপূর্বক তোলা হয় গার্মেন্টসকর্মী শাহীনকে। পরে তার কাছ থেকে নগদ ১৮ হাজার টাকা, রকেট একাউন্ট থেকে ৪০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
পরে বলিয়াদি গোসাতরা এলাকায় তাকে ফেলে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় টহল পুলিশ প্রাইভেটকারসহ আলাউদ্দিন (৩৫) ও আবু তাহের তুষারকে (২৪) আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা, বৈদ্যুতিক ক্যাবল ও লাঠি উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) জোবায়ের আহমেদ জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।
মো. দেলোয়ার হোসেন/এমবি