Logo

সারাদেশ

পঞ্চগড় সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, ১১ নারী আটক

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১৭:২১

পঞ্চগড় সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, ১১ নারী আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে ১১ নারীকে আটক করেছে বিজিবি। ছবি : বাংলাদেশের খবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে ১১ নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৮ আগস্ট) ভোরে উপজেলার শুকানী বিওপির দায়িত্বপূর্ণ আমজোয়ানী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।

নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

আটক নারীরা হলেন- যশোরের ফুলসুরাত (৬০), রোজিনা খাতুন (৩৫), সেলিনা বেগম (২৫), নড়াইলের চুমকি খাতুন (২৫) ও হাসনা হেনা খাতুন (৩০), মাধবপুরের রোজিফা (৩২), লোহাগড়ার মিনা খাতুন (২৪), বেতগ্রামের বন্যা খাতুন (২৪), গোপালগঞ্জের রুপা খানম (২৫), মাদারীপুরের শাবানা বেপারী (২৭) ও ফরিদপুরের সালেহা খাতুন (৪০)।

বিজিবি জানায়, ভোরে তেঁতুলিয়া থানার শুকানী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৪২/১-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমজোয়ানী এলাকায় অবৈধ অনুপ্রবেশের সংবাদ পাওয়া যায়। পরে শুকানী বিওপির দুইটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়।

অভিযানকালে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে ১১ নারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা একাধিক দালাল চক্রের মাধ্যমে ১ লাখ ৬৫ হাজার টাকার চুক্তিতে সীমান্ত এলাকায় আসে। এসময় নারীদের কাছ থেকে ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।

৫৬ বিজিবি জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। যেকোনো মূল্যে অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর নজরদারি চালানো হচ্ছে।

এসকে দোয়েল/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সীমান্ত বিজিবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর