Logo

সারাদেশ

আশুলিয়ায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১৯:১৬

আশুলিয়ায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

আশুলিয়ায় শ্রমিক লীগ নেতা নাজমুল হক ইমু গ্রেপ্তার। ছবি : বাংলাদেশের খবর

সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি শ্রমিক লীগ নেতা নাজমুল হক ইমুকে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকা থেকে র‌্যাবের আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

নাজমুল হক ইমু আশুলিয়ার জামগড়া এলাকার বাবুল হোসেন ওরফে জসিমের ছেলে। তিনি আশুলিয়া থানা শ্রমিক লীগের সাবেক প্রচার সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সদস্য।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, বৃহস্পতিবার রাতে ছাত্র-জনতা হত্যার মামলার এক আসামিকে র‌্যাব গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। শুক্রবার দুপুরে সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

হাসান ভূঁইয়া/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থান জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর