গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১৯:৪৬

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
শুক্রবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে জেলা শহরের গৌরাঙ্গবাজার মোড়ের স্টেশন রোড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আল আমিনের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
এসময় বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারিক ট্রাইব্যুনালে বিচার দাবি করেন। পাশাপাশি সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের আহ্বান জানান।
এসময় সাংবাদিকরা বলেন, তুহিন হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করতে হবে। সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।
এমবি