Logo

সারাদেশ

কুমিল্লায় যুবদলের আনন্দ মিছিল

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ২০:৪০

কুমিল্লায় যুবদলের আনন্দ মিছিল

গণঅভ্যুত্থান ও স্বৈরাচার পতন দিবস উপলক্ষে কুমিল্লার লালমাই উপজেলা যুবদলের আনন্দ মিছিল। ছবি : বাংলাদেশের খবর

গণঅভ্যুত্থান ও স্বৈরাচার পতন দিবস উপলক্ষে কুমিল্লার লালমাই উপজেলা যুবদলের বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় হরিশ্চর বাজার থেকে মিছিলটি শুরু হয়ে লালমাই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শানিচোঁ স্কুল মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন লালমাই উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজুর রহমান।

সমাবেশে মাহফুজুর রহমান বলেন, ৫ আগস্ট বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে এক গৌরবময় দিন। এটি আমাদের সংগ্রামের মাইলফলক। গণআন্দোলনের চেতনায় দলীয় ঐক্য ও গণজাগরণ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীতে যদি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী মাথাচাড়া দিয়ে উঠে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা কারো ক্ষতি চাই না। তবে দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেরুল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল খোকন, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ, সদস্য জহিরুল ইসলাম, লালমাই যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল, পেরুল উত্তর যুবদল নেতা হাবিবুর রহমান, বাকই উত্তর থেকে আবু জাফর, বেলঘর ৭ নম্বর ওয়ার্ড থেকে মনির হোসেন, বাগমারা দক্ষিণের সাগর, বেলঘর উত্তর থেকে সাইফুল, পেরুল উত্তরের বিল্লালসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর