Logo

সারাদেশ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় মামলা, গ্রেপ্তার ৫

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০৭:৪৪

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় মামলা, গ্রেপ্তার ৫

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় এক নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার তুহিনকে।
গ্রেপ্তারকৃতরা হলেন—কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন, আল আমিন ও সুমন। তাদের মধ্যে কেটু মিজান ও গোলাপী স্বামী-স্ত্রী। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়।
শুক্রবার গাজীপুরের ভবানীপুর থেকে কেটু মিজান ও গোলাপী, ঢাকার তুরাগ এলাকা থেকে আল আমিন, গাজীপুরের শিববাড়ি থেকে স্বাধীন এবং অন্য স্থান থেকে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ ও র‌্যাব।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. রবিউল ইসলাম জানান, হত্যার পর থেকেই একাধিক টিম তদন্তে কাজ করছিল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। অভিযান অব্যাহত আছে এবং জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করা হবে।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে তুহিন গাজীপুরে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
আব্দুল মান্নান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর