পিরোজপুরে চাঁদাবাজির অভিযোগে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০৭:৫৫
-6896aaa0a81ae.jpg)
গ্রেপ্তার মারুফ পোদ্দার। ছবি : বাংলাদেশের খবর
পিরোজপুরে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর হাত-পা বেঁধে পিটানোর অভিযোগে জেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক মারুফ হাসান ওরফে মারুফ পোদ্দারকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (০৮ আগস্ট) বিকেলে শহরের একটি হোটেল থেকে যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বালু ব্যবসায়ী জুয়েল শেখ বাদী হয়ে মারুফসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগে মামলা করেন।
মামলায় বলা হয়, চলতি মাসের ৫ আগস্ট বলেশ্বর ব্রিজ সংলগ্ন অফিসে গিয়ে মারুফ ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। জুয়েল অস্বীকৃতি জানালে মারুফ ও তার সহযোগীরা তাকে এবং সহকারী রিপনকে পিটিয়ে আহত করেন। একপর্যায়ে জুয়েলের হাত-পা বেঁধে আবারও মারধর করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার মারুফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সৈয়দ বশির আহম্মেদ/এআরএস