Logo

সারাদেশ

পরশুরামে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০৮:০২

পরশুরামে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর পরশুরামে জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে শুক্রবার বিকেলে উপজেলা অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফারুকিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি আব্দুর রাহিম ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক শায়খুল হাদিস মাওলানা আব্দুর রাজ্জাক।

এসময় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক, ফেনী জেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা নূর মোহাম্মদ, শহীদ একরাম হোসেন কাউসারের পিতা মাওলানা আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফতে মজলিস ও ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

মুনাজাত পরিচালনা করেন সংগঠনের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোবারক হুসাইন নূরপুরী।

এমরান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান গণঅভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর