শ্রীপুরে চটের বিছানায় ঘুমানো নিয়ে বাগবিতণ্ডা, যুবক খুন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০৯:১৯
-6896be58b8fbe.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে চটের বিছানায় ঘুমানো নিয়ে বাগবিতণ্ডার জেরে জুয়েল (২৫) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ঘটনাটি শুক্রবার (৮ আগস্ট) রাত ৩টার দিকে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই জনকে আটক করেছে।
নিহত জুয়েল ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা।
জানা যায়, বাগবিতণ্ডার একপর্যায় রাকিবের ভগ্নিপতি রবিন জুয়েলের বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। গুরুতর আহত জুয়েল স্থানীয় হাসপাতালে নেওয়া হলে পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল বারিক জানান, ধস্তাধস্তির সময় রাকিবের ছুরি লাগে জুয়েলের বুকে, আর রবিনের হাতও কেটে যায়। গ্রেপ্তার দুইজনের নামে শ্রীপুর থানায় চুরির মামলা রয়েছে। খুনের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
আতাউর রহমান সোহেল/এআরএস