শেরপুরে অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০৯:৪৫
-6896c43ec9094.jpg)
ছবি : বাংলাদেশের খবর
শেরপুরের শ্রীবরদীতে অসুস্থ স্ত্রীকে বাড়ির উঠানে জীবিত কবর দেওয়ার চেষ্টা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৩টার দিকে কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত স্বামী মো. খলিলুর রহমান (৮০) স্ত্রী খোশেদা বেগম (৭০) কে টেনে হিঁচড়ে বাড়ির উঠানে নিয়ে গিয়ে কোদাল দিয়ে গর্ত খুঁড়ে তার ওপর মাটি চাপানোর চেষ্টা করেন।
এ সময় তার নাতি মো. খোকন (১৯) ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করেন, যা রাতেই ভাইরাল হয়। খোশেদা বেগম প্রায় ছয় বছর ধরে শয্যাশায়ী।
স্থানীয়রা বলেন, খলিলুর রহমান সাধারণত শান্ত প্রকৃতির, তবে অসুস্থ স্ত্রীর আচরণে আজকের এই ঘটনা ঘটে।
শ্রীবরদী থানার ওসি মো. আনোয়ার জাহিদ জানান, তারা বিষয়টি মীমাংসা করার কথা জানিয়েছেন, তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ মর্মান্তিক এই ঘটনা উল্লেখ করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
শাহরিয়ার শাকির/এআরএস