সিংড়ায় ১৫০ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০৯:৫২
-6896c5ee6e45d.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলায় ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জালের আনুমানিক মূল্য প্রায় ছয় লাখ টাকা।
শুক্রবার (৮ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত ডাহিয়া ইউনিয়নের ডাহিয়া ফকিরপাড়া ও চামারী ইউনিয়নের বিলদহর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর অভিযান পরিচালনা করে জালগুলো জব্দ করে ধ্বংস করে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন বলেন, চলনবিলের জীববৈচিত্র ও মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এই অভিযান আরও জোরদার করা হবে।
মেহেদী হাসান তানিম/এআরএস