Logo

সারাদেশ

করতোয়ায় তীব্র স্রোতে শেরপুরে ৫০ বসতবাড়ি-জমি নদীগর্ভে বিলীন

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০৯:৫৯

করতোয়ায় তীব্র স্রোতে শেরপুরে ৫০ বসতবাড়ি-জমি নদীগর্ভে বিলীন

ছবি : বাংলাদেশের খবর

নাটোরের শেরপুর উপজেলায় করতোয়া নদীর পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে একের পর এক বসতবাড়ি ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে।

উপজেলার সুঘাট ও মির্জাপুর ইউনিয়নের কাশিয়াবালা, বিনোদপুর ও মাওনা এলাকায় পাঁচটি স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।

প্রায় ৫০টি বাড়ি, এতিমখানা, হাফেজিয়া মাদরাসা ও একমাত্র কবরস্থান ভাঙনের হুমকিতে রয়েছে।

উত্তরপাড়া গ্রামের মাজেদা খাতুন (৫৫) সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তার বাড়ির মাটি নদীগর্ভে বিলীন হয়ে শেষ আশ্রয়স্থলটুকুও হারিয়ে গেছে।

বাধ্য হয়ে খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছেন তিনি। নদীর প্রবল স্রোত ও বাঁকের কারণে প্রতি বর্ষায় ভাঙন বেড়ে যায়। বাঙালি নদী খননের প্রভাবে স্রোত তীব্র হয়ে ভাঙন বৃদ্ধি পেয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, প্রতিবছরই নদী ভাঙনে বহু পরিবার নিঃস্ব হচ্ছে। তবে স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি। তারা নদী রক্ষায় বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও জরুরি ত্রাণের দাবি জানিয়েছেন।

মির্জাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে এবং তীররক্ষার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আশিক খান জানান, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে কাশিয়াবালা পয়েন্টে কাজ শুরু হবে।

আব্দুল ওয়াদুদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নদী ভাঙন জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর