আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যার আসামি শ্রমিকলীগ নেতা নাজমুল গ্রেপ্তার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১০:০৮
-6896c9a791713.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সাভারের আশুলিয়ায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় একাধিক মামলার আসামি শ্রমিকলীগ নেতা নাজমুল হক ইমু (২৯) কে র্যাব গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে জামগড়া ছয়তলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাজমুল আশুলিয়া থানা শ্রমিক লীগের সাবেক প্রচার সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সদস্য।
তিনি বর্তমানে ছাত্র-জনতা আন্দোলনে হত্যাকাণ্ডের একাধিক মামলার আসামি এবং সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন।
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, গ্রেপ্তারকৃতকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনগত কার্যক্রম চলছে।
হাসান/এআরএস