Logo

সারাদেশ

শিবগঞ্জে স্বামীকে আটক রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

Icon

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১০:২১

শিবগঞ্জে স্বামীকে আটক রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে ধারের টাকা শোধ করতে না পারায় স্বামীকে আটক রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এরআগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার মোকামতলা বন্দরের একটি প্রতিবন্ধী সংগঠনের অফিসে এ ঘটনা ঘটে। 

শুক্রবার শিবগঞ্জ থানায় চারজনের নাম উল্লেখ করে একটি ধর্ষণ মামলা করেন নির্যাতিত ওই গৃহবধূর স্বামী। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মুরাদপুর দক্ষিণপাড়া গ্রামের আবু সুফিয়ান জাকির ও পাঁর আচলাই মধ্যপাড়া গ্রামের মিল্লাত হোসেন। অপর আসামিরা হলেন মুরাদপুর উত্তরপাড়া গ্রামের ফারুক হোসেন ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আজাহার আলী।

মামলার বিবরণে জানা যায়, ধর্ষণের শিকার ওই গৃহবধূ গোবিন্দগঞ্জের বাসিন্দা এবং তার স্বামী পেশায় দিনমজুর। তিন মাস আগে আজাহার আলী থেকে ১১ হাজার টাকা ধার নেন গৃহবধূর স্বামী। টাকা ফেরত দিতে না পারায় আজাহার চাপ দিয়ে আসছিলেন। বৃহস্পতিবারও টাকা দিতে না পারায় আসামিরা ওই দম্পতিকে গোবিন্দগঞ্জ থেকে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে মোকামতলা বন্দরের ওই অফিসে নিয়ে যান। সেখানে স্বামীকে একটি ঘরে আটকে রাখে এবং গৃহবধূকে অন্য ঘরে দলবদ্ধ ধর্ষণ করা হয়। পরে তাদের সেখান থেকে বের করে দেওয়া হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান জানান, মামলা তদন্তের পর দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারকাজ চলছে।

এমআই/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ধর্ষণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর