সোনারগাঁয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১০:২৬

ছবি : সংগৃহীত
সোনারগাঁয়ের কাঁচপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর ব্রিজের নিচে গতকাল রাত সাড়ে ১০টায় এক দশ বছরের শিশু দিপু ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। নিহত দিপু সেনপাড়ার আলতাব মিয়ার বাড়ির ভাড়াটিয়া সাগরের ছেলে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের জিলানী জানান, একটি মালবাহী ট্রাক সাইকেল চালানো দিপুকে ধাক্কা দিলে সে ছিটকে রাস্তার মাঝে পড়ে যায় এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। চালককে আটক করা সম্ভব হয়নি।
সজীব হোসেন/এআরএস