Logo

সারাদেশ

নীলফামারীতে সুপার শপ ‘স্বপ্ন’র ৬৩৮তম আউটলেট উদ্বোধন

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১০:২৯

নীলফামারীতে সুপার শপ ‘স্বপ্ন’র ৬৩৮তম আউটলেট উদ্বোধন

ছবি : বাংলাদেশের খবর

নীলফামারীতে সুপার শপ ‘স্বপ্ন’র ৬৩৮তম আউটলেট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় নীলফামারী জেনারেল হাসপাতাল ও কলেজ সড়কে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ফিতা কেটে ওই শো-রুম উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, সিনিয়র সাংবাদিক হাসান রাব্বী প্রধান, ‘স্বপ্ন’র জোনাল ম্যানেজার নুরুন্নবী ইসলাম চয়ন ও ফ্র্যাঞ্চাইজি বিজনেস পার্টনার আব্দুর রউফসহ অনেকে উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর সুপার শপের সাফল্য কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ শতাধিক গ্রাহক ও সুধীজন এতে অংশগ্রহণ করেন।

স্বপ্নের ফ্র্যাঞ্চাইজি বিজনেস পার্টনার আব্দুর রউফুল জানান, সুলভ মূল্যে বিভিন্ন ভোগ্যপণ্য ছাড়সহ এই আউটলেট থেকে ক্রেতারা সুবিধা পাবেন।

তৈয়ব আলী সরকার/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর