Logo

সারাদেশ

মুন্সীগঞ্জে ছাত্র আন্দোলনে বন্ধ মেরিন টেকনোলজি প্রশিক্ষণ, বেকারত্ব বাড়ছে

Icon

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১১:১২

মুন্সীগঞ্জে ছাত্র আন্দোলনে বন্ধ মেরিন টেকনোলজি প্রশিক্ষণ, বেকারত্ব বাড়ছে

ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অবস্থিত ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি দীর্ঘদিন ধরে বিদেশগামী শ্রমিকদের দক্ষতা উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করলেও বর্তমানে তালাবদ্ধ রয়েছে। প্রতিষ্ঠানটি থেকে প্রশিক্ষণ নিয়ে বহু যুবক-যুবতী মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কাজ করে জীবিকা নির্বাহ করলেও এখন তাদের স্বপ্নভঙ্গ হয়েছে।

প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রশিক্ষণার্থীদের দাবি-দাওয়া নিয়ে শুরু হওয়া আন্দোলনে শিক্ষার্থীরা তাদের দাবি না মানলে ক্লাসে ফিরবে না বলে জানায়।

যদিও পরে তারা ফিরে আসলেও অন্য কোর্সের শিক্ষার্থীদের বাধা দিচ্ছে আন্দোলনরতরা। এতে গোটা জেলায় শ্রমিক প্রশিক্ষণ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

ফলে হাজার হাজার তরুণ দক্ষতা অর্জন থেকে বঞ্চিত হচ্ছেন, প্রবাসে যাওয়ার স্বপ্ন বিলীন হচ্ছে এবং বেকারত্ব ও সামাজিক অস্থিরতা বেড়েছে।

অভিভাবকরা অভিযোগ করেন, দক্ষ জনশক্তি রপ্তানির দাবিতে সরকারের কথার বিপরীতে এমন অবস্থা মেনে নেওয়া যায় না।

টঙ্গীবাড়ী ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি জাতীয় কর্মসূচির অন্তর্গত। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেটানো না হওয়া পর্যন্ত ক্লাস শুরু হবে না। সরকারের সাথে আলোচনা চলছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

গোপন সূত্র জানায়, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এখন নিজ নিজ কোর্সে ক্লাস করলেও অন্যদের বাধা দিচ্ছে। এমন প্রতিযোগিতামূলক মনোভাব নয়, বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে। দেশের বাইরে থেকে কিছু ব্যক্তি ও গোষ্ঠী অর্থ ও নির্দেশনা দিয়ে বাধাদান কর্মসূচি চালাচ্ছে। যা প্রবাসী কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহে প্রভাব ফেলছে।

এলাকাবাসী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করে দাবি করেছেন, ‘এই প্রতিষ্ঠান দ্রুত চালু করতে হবে, না হলে মুন্সিগঞ্জের কর্মসংস্থান সংকট ভয়াবহ আকার নেবে।’

নাজমুল ইসলাম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর