Logo

সারাদেশ

বগুড়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১১:১৭

বগুড়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার শাহজাহানপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের আরিফ (২১) ও হযরত আলীর ছেলে আকাশ (২৫)।

শুক্রবার দিবাগত রাত ১২.২০ মিনিটে ফটকি ব্রিজ এলাকায় প্রয়াস স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া থেকে শেরপুরগামী সিএনজিটি ফটকি ব্রিজের কাছে পৌঁছালে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিটি উল্টে যায়। পরে পেছন থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়।

এ ঘটনায় ঘটনাস্থলেই আরিফ মারা যান। আহত তিনজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আকাশের মৃত্যু হয়।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। বাস চালক পলাতক রয়েছে। সিএনজিটি শেরপুর হাইওয়ের হেফাজতে রাখা হয়েছে।

আহতরা হলেন আব্দুল আজিজ (৩৮), পলাশ (৩৫) ও হায়দার আলী (৫০)।

জুয়েল হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর