Logo

সারাদেশ

লক্ষ্মীপুরে অস্ত্র-ইয়াবাসহ গ্রেপ্তার ৩

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১১:২৪

লক্ষ্মীপুরে অস্ত্র-ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ছবি : বাংলাদেশের খবর

লক্ষ্মীপুরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে দুটি এলজি পিস্তল, দেশীয় অস্ত্র ও ৮৩ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ১১টায় পৌরসভার ১৫ নং ওয়ার্ডের মৃত কর্নেল মজিদের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন- পৌরসভার ১৫ নং ওয়ার্ড পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মনির হোসেন মেম্বারের ছেলে আহম্মদ আল মারুফ রবিন (৩৪), আহম্মদ আল আরেফিন রিমন (২৯) ও পৌরসভার ৩ নং ওয়ার্ড বাঞ্চানগর গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে এহসান আহম্মেদ (২৪)।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি এলজি পিস্তল, তিনটি রামদা, পাঁচটি চাকু , একটি পিস্তলের ম্যাগাজিন, দুটি গুলি, সেনাবাহিনীরি এক সেট ইউনিফর্ম, নগদ ৩৬ হাজার টাকা, মাদক ব্যবসার হিসাবের চারটি খাতা এবং ইয়াবা প্যাকেট করার ফুয়েল পেপারি এক বান্ডিল।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খাঁন জানান, অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোস্তাফিজুর রহমান টিপু/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর