Logo

সারাদেশ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১২:২২

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বান্দরবান প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছেন।

শনিবার (৯ আগস্ট) সকালে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাংবাদিকরা বলেন, দৈনিক প্রতিদিনের গাজীপুর স্টাফ রিপোর্টার তুহিন পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের নৃশংস হাতে নিহত হয়েছেন। রাষ্ট্র এ ঘটনার বিরুদ্ধে দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। একই দিনে গাজীপুরে আরও এক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করা হয়। দ্রুত সময়ের মধ্যে দায়ীদের বিচার ও নিহতের পরিবারের জন্য রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের দাবি জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সম্পাদক এন এ জাকির, এটিএন বাংলার প্রতিনিধি মিনারুল হক, কার্যনির্বাহী সদস্য কৌশিক দাশ গুপ্তসহ অন্যান্য সাংবাদিকরা।

সোহেল কান্তি নাথ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর