Logo

সারাদেশ

১৪ মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১২:৪৬

১৪ মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

ছবি : বাংলাদেশের খবর

খেলাধুলার মাধ্যমে মাদকসহ সমাজের নেতিবাচক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৯ আগস্ট) সকালে নাটোরের কানাইখালী মিনি স্টেডিয়ামসহ দেশের ১৪টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, নবনির্মিত স্টেডিয়ামগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। উপজেলা পর্যায়ে মাঠগুলোতে নিয়মিত খেলা হলে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে।

তিনি আরও বলেন, নির্মাণাধীন উপজেলা স্টেডিয়ামগুলোর কাজ দ্রুত শেষ হবে এবং যেসব উপজেলায় এখনো স্টেডিয়াম নেই, সেগুলোতেও স্টেডিয়াম নির্মাণ করা হবে।

অনুষ্ঠানে ক্রীড়া মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর উপদেষ্টা নাটোর জেলা পরিষদ মিলনায়তনে সুধী সমাবেশে যোগ দেন।

মেহেদী হাসান তানিম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আসিফ মাহমুদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর