গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১২:৫৯
-6896f1c4c8297.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় প্রেসক্লাব চত্বরে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।
বক্তারা বলেন, সত্য ঘটনা প্রকাশ করতে গিয়ে তুহিন সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।
এ সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করা এবং হয়রানি বন্ধের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়।
অপূর্ব অসীম/এআরএস