Logo

সারাদেশ

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে গৌরনদীতে প্রতিবাদ সভা

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১৩:০৫

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে গৌরনদীতে প্রতিবাদ সভা

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং সাংবাদিকদের সুরক্ষা আইনের দাবিতে গৌরনদীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, গৌরনদী উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

সভায় প্রধান বক্তা ছিলেন বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা। সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি এসএম মিজান এবং সঞ্চালনা করেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জামিল মাহমুদ।

বক্তারা বলেন, গাজীপুরে তুহিন হত্যাকাণ্ড ও তার আগের দিন এক সাংবাদিককে পুলিশের সামনে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা সাংবাদিকদের নিরাপত্তাহীনতার প্রমাণ। তারা এই দুই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, বিশেষ ট্রাইব্যুনালে বিচার এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান।

এছাড়া গণঅভ্যুত্থানের সময় নিহত সাংবাদিকদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে পূর্ণবাসনের দাবি করা হয়।

এস এম মিজান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর